পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে তিন বাহিনীর জন্য নতুন রঙের পোশাক নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু এবং জলপাইসহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে তিন বাহিনীর জন্য আলাদা রং নির্ধারণ করা হয়েছে।
পুলিশের নতুন পোশাকের রং চূড়ান্ত করা হয়েছে ‘আয়রন’। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পোশাকের রং নির্ধারণ করা হয়েছে ‘জলপাই’ বা ‘অলিভ’। আনসার বাহিনীর নতুন পোশাকের রং চূড়ান্ত হয়েছে ‘গোল্ডেন হুইট’।
নতুন রঙের পোশাক প্রবর্তনের মূল উদ্দেশ্য হলো বাহিনীগুলোর স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠা করা এবং তাদের কার্যক্রমে আরও দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা। নতুন রঙয়ের পোশাক ব্যবহারে বাহিনীর সদস্যদের মধ্যে মনোবল বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, নতুন রঙের পোশাকের বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত শুরু হবে।
তারা আশা করছেন, নতুন রঙের পোশাক বাহিনীর কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। এই পরিবর্তন জনসাধারণের কাছে বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি গঠনে সহায়ক হবে।
আল