বদলি হিসেবে খেলতে নেমে উয়েফা নেশন্স লিগে পর্তুগালকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ৪–১ গোলে হারিয়েছে স্পেন।
ঘরের মাঠে গ্রুপ এ–ওয়ানের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামে পর্তুগাল। ৭ মিনিটেই ম্যাকটমিনের গোলে পিছিয়ে পড়ে তারা। বিরতির পর মাঠে নেমে পরিস্থিতি পাল্টে দেন রোনালদো। ৫৪ মিনিটে ম্যাচে সমতা ফেরান ব্রুনো ফার্নান্দেজ। তারপরও ড্রয়ের শঙ্কায় থাকা স্বাগতিকদের ৮৮ মিনিটে জয় এনে দেন সি আর সেভেন। তাতে টানা দুই জয়ের গ্রুপের সেরা পর্তুগাল। এছাড়া নিজের ৯০০ গোল পূরণের পর এবার ৯০১তম গোলটিও পেয়ে গেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
গ্রুপ এ–ফোরের ম্যাচে কুড়ি মিনিটেই নরম্যান্ড লাল কার্ড দেখার কারণে ৭০ মিনিটেরও বেশি সময় দশ জন নিয়ে খেলে স্পেন। তবে ৪ মিনিটে হোসেলুর গোলে জয়োৎসব শুরু করা স্প্যানিশরা ম্যাচ জিতেছে ৪–১ ব্যবধানে।