প্রথম দুই টি–টোয়েন্টি দাপটে খেলা বাংলাদেশকে শেষ ম্যাচে খুঁজেই পাওয়া গেলো না, হারলো ৭৪ রানের বড় ব্যবধানে।
শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে কোনোমতে হোয়াইটওয়াশ লজ্জা এড়িয়েছে পাকিস্তান। লিটন দাসের দল সিরিজ জিতেছে ২–১ ব্যবধানে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেট ১৭৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।
তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল ১৭৯ রান। রান তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। পঞ্চম ওভারেই ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার দিনে উল্টো লজ্জার হার দেখেছে বাংলাদেশ। তাতেই সিরিজ থেমেছে ২–১ ব্যবধানে।
মিরপুরে তিন টি–টোয়েন্টি সিরিজটি লিটন দাসের দল অবশ্য আগেই নিশ্চিত করেছে। পাকিস্তানকে প্রথমবারের মতো ধবলধোলাইয়ের সুযোগ নেওয়ার দিন ছিল আজ। সেই দিনেই টাইগাররা দেখিয়েছে ব্যাটিংয়ে হতশ্রী প্রদর্শনী। সফরকারীদের তোলা ১৭৮ রানের জবাবে ১০৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে ৭৪ রানে হেরেছে টাইগাররা।
আল