৭ উইকেটে ২৬৮ রান নিয়ে ৫ম দিন শুরু করা বাংলাদেশ শেষ পর্যন্ত ৩১৮ রানে অলআউট হয়েছে। চট্টগ্রাম টেস্টে ১৯২ রানে হারলো বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ৫১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩১৮ রানে থামলো টাইগারদের দ্বিতীয় ইনিংস। ২য় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন মেহেদী হাসান মিরাজ।
এছাড়া ৫০ রান করেন মুমিনুল হক, লিটন দাস ৩৮, সাকিব আল হাসান ৩৬, মাহমুদুল হাসান জয় ২৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০, জাকির হাসান ১৯ এবং তাইজুল ইসলাম ১৪ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে আগে ব্যাট করে রানের বিশাল পাহাড় দাঁড় করায় শ্রীলঙ্কা। ৬ অর্ধশতকের সুবাদে তাদের সংগ্রহ ছিল ৫৩১ রানের। কোনো সেঞ্চুরি ছাড়া এটাই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
আল / দীপ্ত সংবাদ