যৌবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বড় বড় সাংবাদিকদের পাদপিঠ এই পাবনা প্রেসক্লাব। উত্তর বঙ্গের একটি নামকরা প্রেসক্লাব এটি। লক্ষ্মীকাকার দোকান (লক্ষ্মী মিষ্ঠান্ন ভান্ডার) থেকে চা, নাস্তা করে এখানে চলে আসতাম আমরা।
মঙ্গলবার (১৬ মে) বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, আমি এই প্রেসক্লাবের সদস্য। রাতের বেলা এখানে বসে চা খেতাম, আড্ডা দিতাম। আর লক্ষ্মী কাকার কথা বলেছিলাম তিনি আমাদের এখানে ফ্রিতে চা খাওয়াতেন। এখন উনার ছেলেরা দোকানটি চালাচ্ছে। এরপর রাষ্ট্রপতি ওই সময়ের নানা আন্দোলনের কথা গুলো তুলে ধরেন।
পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের পর বেলা ৩টায় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। এছাড়া চারদিনের এ সফরে বেশ কিছু স্থান পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। পরে ১৮ মে সকালে ঢাকার উদ্দেশ্যে পাবনা ছাড়বেন তিনি।
পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। চারিদিকে পুলিশ, র্যাব, ডিবি পুলিশ, সাদা পোশাকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।’
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘রাষ্ট্রপতির পাবনা সফর ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছি।’
এফএম/দীপ্ত নিউজ