বড়দিন উপলক্ষ্যে অস্ট্রিয়ার ভিয়েনায় বসেছে ঐতিহ্যবাহী ক্রিসমাস মার্কেট। জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যবহার করা হয়েছে ষোলোশো বাতি।
সারি সারি আলোর ঝলকানি আর নানা রকম খাবারের সমাহার। এটাই হচ্ছে ভিয়েনার অন্যতম উইনার ক্রিসমাস মার্কেট। ৩শ বছর ধরে বড়দিনকে সামনে রেখে, এই আয়োজন করে চলেছে ভিয়েনা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানান “করোনার থাবা থেকে বের না হতেই, শুরু হল যুদ্ধ। তারওপর সবকিছুর দাম বাড়ছে। তাই নাগরিকদের একটু স্বস্তি দিতেই এ উদ্যোগ।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে, জ্বালানি সংকটে ইউরোপের দেশ অস্ট্রিয়া। জ্বালানির জন্য সম্পূর্ণভাবে রাশিয়ার ওপর নির্ভরশীল হলেও, বড়দিনের আনন্দ নাগরিকদের মধ্যে ছড়িয়ে দিতে, ১৬শ এলইডি বাতি দিয়ে এবারের আয়োজন করেছে নগর কর্তৃপক্ষ।
দর্শনার্থীরা জানান “এখানকার পরিবেশটাই অন্যরকম, আনন্দদায়ক”, “অন্যান্য বছরের তুলনায় এবার আলোকসজ্জা অনেক কম। কিন্তু তারপরও আমি উপভোগ করছি।”
মার্কেটে রয়েছে অর্ধশতাধিক স্টল। আছে খাবার, ক্রিসমাস ট্রি ও ঘর সাজানোর রকমারি পণ্য। তবে চলমান জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে, এবারের আয়োজনে বেশ কমতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।