লোকবলের অভাবে দুই বছর ধরে বন্ধ লক্ষ্মীপুরের ডাম্পিং স্টেশন। বন্ধ রয়েছে পরীক্ষামূলক জৈব সার উৎপাদন। ফলে পৌরসভার ময়লা আবর্জনা প্রক্রিয়াজাত হচ্ছে না। দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি, চরম ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী।
এই চিত্র লক্ষ্মীপুর পৌরসভার ডাম্পিং স্টেশনের। পরিচ্ছন্নকর্মীরা প্রতিদিন ভোরে বাসা বাড়ি, খাবার ও আবাসিক হোটেলসহ বাজারের ময়লা আবর্জনা সংগ্রহ করে ডাম্পিং স্টেশনের কাছে মজুত করে। কিন্তু জনবল সংকটের কারনে গত দুই বছর ধরে ডাম্পিং স্টেশনটি বন্ধ থাকায় আবর্জনা প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না। এতে ডাম্পিং স্টেশনের আশপাশের মানুষ বিপাকে পড়েছেন।
ডাম্পিং স্টেশনটির কাজ শেষে বুঝে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে জনবল সংকটে চালু হয়নি। দুই বছর আগে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই ডাম্পিং স্টেশন। এখানে প্রতিদিন ২০ টন জৈব সার উৎপাদন সম্ভব।
আল/দীপ্ত সংবাদ