বছরজুড়ে উচ্চ আদালতে বেশ আলোচনায় ছিল অর্থপাচারের ঘটনা। পাশাপাশি রায় ও আদেশ হয় গুরুত্বপূর্ণ অনেক মামলার। নিম্ন আদালতে হত্যা, দুর্নীতি, ঘুষ গ্রহণ ও অস্ত্রসহ অনেক আলোচিত মামলার রায় হয়েছে।
২০২২ সাল জুড়েই উচ্চ আদালতে আলোচনায় ছিল অর্থপাচারের ঘটনা। আদালতের নির্দেশে, আলোচিত পানামা ও প্যারাডাইস পেপারর্সে নাম আসা অর্থ পাচারে জড়িতদের তথ্য দাখিল করা হয়। পৃথকভাবে তালিকা দেয় বিএফআইইউ, দুদক ও সিআইডি।
এনআরবি গ্লোবাল ব্যাংকসহ, একাধিক আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাকালে হাজার হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত হন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। এখন আছেন ভারতের কারাগারে। তাকে ফেরানোর চেষ্টা চলছে।
পাচার হওয়া অর্থ সুইস ব্যাংকে রাখার বিষয়টি নিয়েও তোলপাড় হয়। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক কেলেঙ্কারির ঘটনায়, বাংলাদেশ ব্যাংকের সাবেক পাঁচ ডেপুটি গভর্নরসহ, ২৪৯ কর্মকর্তার দায় রয়েছে বলে একটি তদন্ত কমিটির প্রতিবেদন আলোচনায় আসে। এ ছাড়া বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান বিপুল টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা গড়ায় উচ্চ আদালতে।
চাঁদপুরের আলোচিত সেলিম চেয়ারম্যানের নদী থেকে বালু উত্তোলন বন্ধ, দুর্নীতির মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের সাজার রায় বহাল, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের আমলনামা জানতে চাওয়া, চলচ্চিত্র সমিতির নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহের হত্যা মামলার ডেথরেফারেন্সের রায়সহ, বেশকিছু জনস্বার্থ মামলায় আদেশ ও রায় দিয়েছে উচ্চ আদালত।
এদিকে, নিম্ন আদালত সারা বছরই ব্যস্ত সময় পার করে। ঘুষ লেনদেনের মামলায় পুলিশের ডিআইজি মিজানুর রহমানের তিন বছর ও দুদক কর্মকর্তা এনামুল বাছিরকে আট বছরের সাজা দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক হুমায়ুন আজাদ হত্যা মামলায় চার আসামিকে দেওয়া হয় মৃত্যুদণ্ড।
ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপম ভূঁইয়াসহ ১১ জনকে অর্থ পাচারের দায়ে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অর্থ পাচারের মামলায় ডেসটিনির রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।
করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে, জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা ও তার স্বামী আরিফুল হককে দেওয়া হয় ১১ বছরের সাজা।
অস্ত্র মামলায় আলোচিত ঠিকাদার জি কে শামীমসহ আট জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয় ঢাকার আদালত। শামীমের দেহরক্ষীদের কাছে থাকা বৈধ অস্ত্র অবৈধভাবে ব্যবহারের অভিযোগে এই রায় দেওয়া হয়।