বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এসময় একটি ভারতীয় ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) দিনগত রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করে বাংলাদেশ নৌ–বাহিনী যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী।
সমুদ্র থেকে আটক ‘এফবি পারমিতা’ নামক ভারতীয় ফিসিং ট্রলারটি নিয়ে নৌ–বাহিনীর একটি জাহাজ রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় মোংলা বন্দরের দিগরাজে নৌ ঘাঁটিতে নিয়ে এসেছে।
ভারতীয় ট্রলারে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদের রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, আটক জেলেদের বাড়ি দক্ষিণচব্বিশ পরগোনা জেলার কাকদিপের বিভিন্ন এলাকায়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা আইন লঙ্ঘন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার (৪ আগস্ট) সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই একই এলাকা থেকে ‘এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডি‘ নামক দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলে আটক করেছিল নৌবাহিনী।
এসএ