পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ৬৮ জেলেসহ ৪ টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ( ১ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আলীপুর–কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডুবে যাওয়া ট্রলারে মধ্যে তিনটির নাম জানা গেছে। ট্রলার গুলো হলো মহিপুরের মায়ের দোয়া, আলীপুরের বিসমিল্লাহ–১, বরগুনার নলী এলাকার এফবি নলী বন্দর, চট্রগ্রামের বাশখালির এলাকার।
বিরুপ আবহাওয়ার কারনে বর্তমানে সকল ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে।
এসএ/দীপ্ত নিউজ