রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড বিএনপির নাশকতা কি না– তা খতিয়ে দেখার কথা বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এ কথায় ভীষণ চটেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর লালবাগে হৃদয় কমিউনিটি সেন্টারে স্থানীয় বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল আওয়ামী লীগের প্রতি ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবাজার, সিদ্দিকবাজার, চট্টগ্রাম– সবখানে বিস্ফোরণ, আগুন। সরকারের এ বিষয়ে মাথা ব্যথা নেই। তাদের মধ্যে বিএনপি ভীতি কাজ করছে৷ এসময় দেশে জিনিসপত্রের দাম অত্যধিক পরিমাণে বেড়ে গেছে, এতে সাধারণ মানুষের বেঁচে থাকাটাই এখন দায় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গবাজারের ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানোর তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ‘তারা (সরকার) এখন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। সমস্যার সমাধান না করে আওয়ামী লীগ নাশকতার গন্ধ পাচ্ছে।’
তিনি বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় রমজান মাসে দ্রব্য মূল্য দ্বিগুণ বেড়েছে। সরকার শুধু মুখে মুখে বলছে দাম কমানো হবে, আর বাজারে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করে। কিন্তু গোড়ায় গলদ রেখে বাজারে অভিযান চালিয়ে কোনো লাভ হবে না। দিন দিন যেভাবে দাম বাড়ছে এতে সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে।
এফএম/দীপ্ত সংবাদ