বঙ্গবাজারের ভয়াবহ আগুনের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের বিষয়ে গণভবন থেকে সার্বিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি।
দীর্ঘ পাঁচ ঘন্টা চেষ্টায়ও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বঙ্গবাজারের আগুন। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে আশেপাশের কয়েকটি ভবনেও। মঙ্গলবার ভোরের দিকে সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টিও বেশি ইউনিট। একইসঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাহায্যকারী দল। নিযুক্ত আছে বিমান বাহিনীর চারটি হেলিকপ্টারও। হাতিরঝিল থেকে পানি এনে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
বঙ্গবাজারে লাগা আগুনে মার্কেটটি ইতোমধ্যে পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে আগুন বঙ্গবাজার মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে নিয়ে বেশ কিছু মালামাল ছড়িয়ে নিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পাই। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ৫০টিও বেশি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল যুক্ত হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ