রাজধানী বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যবসায়ী। ঈদকে সামনে রেখে নতুন পুঁজি খাটালেও, আগুনে সবকিছু হারিয়েছেন তারা। মঙ্গলবার (৩ এপ্রিল) অগ্নিকাণ্ডের পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার ব্যবসায়ীর সপ্ন।
এই কান্না ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ বাবার কেমোথেরাপি দিতে না পারার শঙ্কার। এই কান্না তিল তিল করে গড়ে তোলা একটি পরিবারের স্বপ্ন ভঙ্গের। বঙ্গবাজারে লাগা আগুনে পুড়েছে মালামাল।
ব্যবসায়ী লাল চাঁদ বলেন, ‘৯৫ লাখ টাকার মাল আমার দোকানে স্টক ছিল। কারণ আমাদের তো সিজন বাজার, আমার ব্যাংকে লোন আছে। এই লোন করে বছরের এই সময়টা কিছু পয়সা কামানোর জন্যই ইনভেস্ট করি। এখনতো সব ধুলায় মিশে গেছে।‘
করোনা মহামারীর লোকসান কাটাতে ঈদ উপলক্ষে সুদে বেশকিছু টাকা ধার নেন ব্যবসায়ী শিহাব। আর প্রবাসী ভাইয়ের কাছ থেকে ধার নিয়েছেন সজীব। তারা দুজনই এখন নিঃস্ব।
১০ বছর অন্যের দোকানে কাজ করা সাদ্দাম তিন মাস আগে ব্যবসা শুরু করেছেন ঋণের টাকায়। লাল চাঁদের কাঁধেও অনেক টাকার ঋণ।
মো.সাদ্দাম নামের এক ব্যবসায়ী বলেন, ‘৪ লক্ষ টাকার মাল ছিল। সপ্ন ছিল জায়গা কিনবো, সুন্দর একটা বাড়ি করব, সুন্দর একটা জীবন কাটাবো।‘
দুদিন আগেও যেখানে ছিল রঙিন কাপড়, সেখানে এখন শুধুই ছাই। এসবের মধ্যেই একটু–আধটু ভালো কাপড় খুঁজতে ভিড় জমিয়েছেন অনেকে।
বঙ্গবাজার কমপ্লেক্স মালিক সমিতির যুগ্ম সম্পাদক হাজী মো. সাহাবুদ্দিন বলেন, আগুনে পোড়া বঙ্গবাজার কমপ্লেক্সের ধ্বংসস্তূপ থেকে বুধবারও ধোঁয়া বের হতে দেখা যায়। সেটা নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস কর্মীরা।
আফ/দীপ্ত সংবাদ