ঈদ উল আজহা উপলক্ষে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। যানবাহনের বাড়তি চাপের ফলে কিছু কিছু পয়েন্টে ধীর গতিতে যানবাহন চলাচল করলেও মহাসড়কে যানজট নেই।
সোমবার (২৬ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ চিত্র দেখা মেলে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এদিকে পরিবারের সাথে ঈদ উদযাপনে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপভ্যানে বাড়ি ফিরছে মানুষ। ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এ সকল যানবাহনে যাতায়াতে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: হান্নান মিয়া জানান, উত্তরবঙ্গগামী মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোন যানজট নেই।
এবারের ঈদযাত্রা যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে রবিবার (২৫ জুন) ভোর ৬টা থেকে প্রায় ১ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যা মোতায়েন থাকবে টানা ঈদুল আজহার তৃতীয় দিন পর্যন্ত।
সিরাজুল ইসলাম/আফ/দীপ্ত নিউজ