ঈদযাত্রায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ দেখা দিয়েছে। ফলে মহাসড়কের ২২ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও যানবাহন চলছে খুবই ধীরগতিতে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন ঘরে ফেরা মানুষ।
মহাসড়কটির চার লেনের উন্নয়নমূলক কাজ ও ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান থাকায় কয়েকটি পয়েন্টে রাস্তা সরু হয়ে যাওয়াতে ওই পয়েন্টগুলোতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে উত্তরবঙ্গের ১৬ জেলা ও দক্ষিণাঞ্চলের ৬ জেলার চালক ও যাত্রীদের।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বুধবার সকাল ৯টার পর থেকে যানবাহনের চাপ অনেক বেড়েছ। এতে যানবাহন চলছে ধীরগতিতে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও যানযট নিরসনে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ যে যেভাবে পারছেনবাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।যাত্রীদের অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে। আর বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরে ফেরা মানুষদের।