নতুুন বছরের মাঝামাঝি নয়, শেষদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হবে, বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
স্টেডিয়ামের প্রশাসন কর্মকর্তার দাবি, দেশের ঐতিহ্যবাহী ভেন্যুটি রক্ষণাবেক্ষণ করতে আরও জনবলের প্রয়োজন।
২০১৭ সালে দুই বছরের লক্ষ্য নিয়ে ৮০ কোটি টাকা ব্যয়ে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদ। পরে যোগ হয় আরও ১৮ কোটি টাকা। তাতে বাড়ে সময়ও। ২০২১ সালে, আরও ৫৭ কোটি টাকা বাড়িয়ে বাজেট পাস হলে স্টেডিয়াম সংস্কারের খরচ বেড়ে দাঁড়ায় ১৫৫ কোটি টাকা।
প্রকল্প শেষ করার নতুন সময় নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের মাঝামাঝি।
গত ১৪ নভেম্বর স্টেডিয়াম পরিদর্শনকালে বেশকিছু অসঙ্গতি দেখতে পায় বাফুফে। গ্যালারি, ফ্লাডলাইট, জায়ান্ট স্ক্রিন ও মিডিয়া বক্সের সংস্কাকাজের অগ্রগতি নেই।
জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে সব অসঙ্গতি সমাধান করা হবে।
স্টেডিয়ামের কর্মকর্তারা জানিয়েছেন, ভেন্যুটি আন্তর্জাতিক মানের করার সাথে সাথে রক্ষণাবেক্ষণের জন্য জনবল বাড়াতে হবে।
দ্রুত সময়ে খেলা ফিরুক ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে, এমন প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।
এসএ/দীপ্ত নিউজ