পিরোজপুর সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট– ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে পিরোজপুর পিটিআই মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার শহীদুল ইসলাম।
খেলায় পিরোজপুরের ৭টি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে দল অংশ নেয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপে ৭৩ নং দক্ষিণ নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ২৫ নং দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
এছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপে ১২ নং উত্তর পোরগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে ৩৭ নং পুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজীয় হয়েছে।
এ দুইটি খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক কাজী এনামুল হক, অরবিন্দ সমদ্দার, কাইয়ুম হাসান সোহেলন এবং সাইদুল হক মামুন।
এসএ/দীপ্ত নিউজ