গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৭ দেশের ৮ জন সামরিক প্রতিনিধি।
গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই প্রতিনিধি দল শ্রদ্ধা জানান। পরে তাঁরা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন, ভারতের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার ম্যানমিথ সিং স্যাভারাল ও স্কোয়াড্রন লিডার অধুত শর্মা, অষ্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জনডিম প্যাসি ক্যারেল সিনডায়ার, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সয়ে নায়ন্থ, নেপালের ব্রিগেডিয়ার রোশান শামসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলি এজাজ রাফি, ফিলিস্তিনির কর্নেল মাহামুদ এনজে সারাওয়ান্থ ও তুর্কি কর্নেল আদ্রাল সিন।
ডিজিএফআই মেজর জেনারেল হামিদুল হক বলেন, বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের নিয়ে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সমাধিসৌধ পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন পরিদর্শন করেন।
আফ/দীপ্ত সংবাদ