গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে। এরপর জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সকল সংগঠন পুষ্পস্তব অর্পণ করে শ্রদ্ধা জানায়। এরপর সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার নেতা–কর্মী ও সর্ব সাধারণের।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোক শোভাযাত্রা বের হয়।
এরপর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদের সামনের স্থায়ী মঞ্চে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালোপতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা ধারণ করেন কালো ব্যাচ।
এ সময় বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দলীয় নেতাকর্মীদের শোককে শক্তিতে রূপান্তর করতে আহ্বান জানান বক্তারা।
ইমাম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ