বুধবার (১৫ ফেব্রুয়ারি)বগুড়ায় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্টিত হয়েছে। সকাল থেকেই মেলায় লাখো মানুষের ভীড় ছিল। কিন্তু শুধু বগুড়া নয়, প্রাচীন ঐতিহ্যবাহী এই মেলায় ভিড় করে আশপাশের জেলার মানুষও। এ মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির মাছ।
রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রাচীন ঐতিহ্যবাহী এই মেলা অনুষ্টিত হয়ে থাকে। এই মেলার প্রধান আকর্ষণ মাছ ও মিষ্টি। গাবতলীর পোড়াদহের মেলায় মাছের দাম বেশি হলেও ,মেলার প্রাঙ্গণে ক্রেতা-বিক্রেতাদের কোলাহল ছিল দিন জুড়ে।
মেলা নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে রীতি,মাছ দিয়ে মেয়ে জামাই আর অতিথিদের আপ্যায়ন করে থাকেন তারা। এছাড়া বিভীন্ন ধরনের খেলনা, তৈজসপত্র, লোকজ ঐতিহ্যের নানা উপকরণও নজর কেড়েছে ক্রেতাদের।
তবে নিষিদ্ধ বাঘাইড় মাছ বিক্রি নিয়ে বেকায়দায় পড়েন এক মাছ ব্যবসায়ী। মাছগুলো জব্দ করে প্রশাসন।