বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট আছে বগুড়ায়। আশা করবো ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক ক্রিকেট আগের মতো আবারও ফিরবে– বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে বগুড়া সদরের, এরুলিয়া হাইখোলা বালুর মাঠে অনুষ্ঠিত বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।
তিনি বলেন, ‘বগুড়ায় ক্রিকেট একাডেমি হলে মুশফিক রহিম, তাওহিদ হৃদয়ের মত খেলোয়াড়রা বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারে। আমি বগুড়ায় অনেকবার এসেছি। আমার খুব প্রিয় বগুড়ার ক্রিকেট মাঠে আমি খেলেছি।‘
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন তামিম ইকবাল।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়া ফুটবল একাডেমি আয়োজনে বিএফএ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যেখানে শিরোপা নির্ধারণী ফাইনালে তরুণ যুব সংঘকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ বয়েজ ক্লাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বগুড়া ফুটবল একাডেমি সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
এসএ
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 