বিশ্বজুড়ে একশটি দেশের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘পাঠান’। শুধু ভারতেই সাড়ে ৫ হাজারের মত প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘পাঠান’। থামাথামির কোনো নামগন্ধ যেন নেই।
মুক্তির দিনেই দেশের বক্স অফিসে ৫৫ কোটি রুপির ব্যবসা করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। দ্বিতীয় দিনে অঙ্কটা বেড়ে হয় ৬৮ কোটি। যদিও শুক্রবার অঙ্কটা ছিল খানিকটা পড়তির দিকে। ব্যবসার পরিমাণ ৩৮ কোটি আয়। চিন্তা বাড়ছিল তবে চতুর্থ দিন অর্থাৎ শনিবারে শুক্রবারের তুলনায় আয় বাড়ল ৪০ শতাংশ। বিশ্বব্যাপী আয় গিয়ে দাঁড়াল ৪১৮ কোটি রুপিতে।
গত ৪ বছরে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে যে হিন্দি ছবিগুলো মুক্তি পেয়েছে তার পরিসংখ্যান লক্ষ করলে দেখা যায়, যশরাজ ফিল্মস ‘পাঠান’ মুক্তির পর প্রায় ৪গুণ বেশি আয় করেছে। ‘এক থা টাইগার’ এবং ‘ওয়ার’ ছবির পর স্পাই ইউনিভার্সের তৃতীয় ছবি ‘পাঠান’ যা ছবিমুক্তির প্রথম দিনেই নজির গড়েছে।
শাহরুখ খানের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে উপার্জনের দিক থেকে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে। দীপিকা পাড়ুকোনের অভিনয় জীবনের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ ব্যবসা করেছে।