বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ২২১ রান।
ক্রিসমাসের পরের দিনটা বক্সিং ডে হিসেবে পরিচিত। আর এই দিনে শুরু হয় বছরের শেষ টেস্ট। যা অনুষ্ঠিত হয় মেলবোর্নে। এবার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত। অভিষেক হওয়া স্যাম কোন্সটাসসহ, মার্নাস ল্যাবুশেন ও উসমান খাজা দাপটে ভালো শুরু অজিদের।
প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা কোন্সটাস এই ম্যাচে ওপেন করে খেলেছেন ৬০ রানের ইনিংস খেলেন। তাকে বিদায় করেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় উইকেটে মার্নাস ল্যাবুশেন–উসমান খাজা, গড়েন ৬৫ রানের জুটি। ৫৭ রানের ইনিংস খেলে, পেসার যাসপ্রীত বুমরাহ‘র শিকার হয়ে সাজঘরে ফেরেন খাজা।
আল./হাসিব