সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বিপিএলের প্লে অফের দৌড়ে রইলো রাজশাহী। দিনের প্রথম ম্যাচে, চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে স্ট্রাইকার্সদের ৬৫ রানে হারিয়েছে এনামুল বিজয়ের দল।
ছয় ম্যাচে মাত্র দুই জয়, তার ওপর পারিশ্রমিক বিতর্কে টালমাটাল দুর্বার রাজশাহী। এই ইস্যুতে কয়েকদিন খবরের শিরোনামে থাকা ফ্র্যাঞ্চাইজিটি, ব্যাটিং ব্যর্থতায় আগের ম্যাচে ছিলো বড় পরাজয়। বকেয়া পাওয়ার পর, শুক্রবার বোলিং নৈপুণ্যে, সিলেট স্ট্রাইকার্সদের হারিয়েছে রাজশাহী হারিয়েছে ৬৫ রানের ব্যবধানে।
চট্টগ্রামে, টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। রায়ান বার্ল ৪১ এবং এনামুল করেন ৩২ রান।
লক্ষ্য তাড়ায় ১৭ ওভার তিন বলে ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট। জাকির হাসান ৩৯, জাকের আলি ৩১ এবং জর্জ মুন্সি‘র ২০ রানের ইনিংসও পারেনি সিলেটকে জেতাতে। ফলে সাত ম্যাচে পাঁচ পরাজয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো নিয়মরক্ষার মতোই হয়ে দাঁড়িয়েছে স্ট্রাইকার্সদের।
আল