অমর একুশে বই মেলায় আসছে শিউলী রোজা’র নতুন বই পর্বত রমনী নেপাল। নেপালের প্রকৃতি এবং পর্যটন নিয়ে লেখা ভ্রমণ কাহিনীটি দেশটির মানুষের কৃষ্টি কালচারকেও ভালোভাবে ফুটিয়ে তুলেছে।
সংযোগ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি ৫৬ পৃষ্টার। বইটিতে নেপালের রাজধানী কাঠমান্ডু, পর্যটন নগরী পোখরা, নাগরকোটসহ বেশ কিছু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নেপাল ভ্রমণের ক্ষেত্রে পাঠকের কাছে বইটি ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে।
বইটির লেখিকা শিউলী রোজা বলেন, এটি আমার প্রথম বই। বইটি ভ্রমণ কাহিনী নির্ভর। নেপালে কিভাবে যাবে? কোথায় থাকবে? কোথায় ঘুরবেন? পাহাড় ও প্রাকৃতিক পরিবেশটা কেমন? এসব নিয়েই বিস্তারিত তুলে ধরেছি। তিনি বলেন, ভ্রমণ আমার শখ পরবর্তিতে ইউরোপ এবং আমেরিকাসহ আরো অন্যান্য দেশের ভ্রমণ নিয়েও বই লিখবো।
আল