বইমেলায় আগত দর্শনার্থীদের হাত ধোয়াসহ হাইজিন সুরক্ষা দিচ্ছে রেকিট বেনকিজার বাংলাদেশ। প্রত্যেক প্রবেশদ্বারের পাশে স্থাপন করা হয়েছে হাইজিন সেন্টার। শিশুরা যেন আনন্দ নিয়ে হাত ধোয়া ও জীবাণুমুক্ত থাকতে শেখে সেজন্য করা হয়েছে হাইজিন একাডেমি স্টল।
প্রতি বছরই অমর একুশে গ্রন্থমেলায় বিপুল জনসমাগম ঘটে ; বিগত বছরগুলোর হিসেবে পুরো মাস জুড়ে এবারের এই সমাগম ৭০ থেকে ৭৫ লাখে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে।
মেলায় আসা শিশুসহ বিভিন্ন বয়সীদের স্বাস্থ্যসুরক্ষা বিবেচনায় নিয়ে গত তিন বছর ধরে হাত ধোয়াসহ হাইজিন পার্টনার হিসেবে কাজ করছে রেকিট বেনকিজার পিএলসি।
রেকিট বেনকিজার বাংলাদেশের সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন আহমেদ বলেন ” বইমেলায় আসা প্রত্যেক দর্শনার্থী হাইজিন সেন্টারে হাত ধুতে পারবেন এবং তাদের পরিচ্ছন্নতা বজায় রেখে জীবাণুমুক্ত ভাবে তাদের যাত্রা শুরু করতে পারবেন “।
শিশু চত্বরের পাশে স্থাপন করা হয়েছে হাইজিন একাডেমি নামের একটি স্টল যেখানে শিশুরা শিখবে কিভাবে নিজেকে জীবাণুমুক্ত রাখা যায়।
এ প্রসঙ্গে রেকিট বেনকিজার বাংলাদেশের ম্যানেজার (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) রাকিব উদ্দিন বলেন ” বইমেলায় বাচ্চারা হাইজিন একাডেমি স্টলে আসছে – হাইজিন রিলেটেড গেম্স্ খেলছে এবং খেলার মাধ্যমে হাইজিন লার্নিং পাচ্ছে। ”
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে ৫৬ টি টয়লেট স্থাপন করেছে রেকিট বেনকিজার ; যেখানে পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রেকিট বেনকিজারের দুটি ব্র্যান্ড ডেটল ও হারপিক একত্রিত হয়ে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’–এর মতো বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছে। বইমেলায় হাইজিন পার্টনার হিসেবে পাশে থাকাটা এ উদ্যোগেরই একটি অংশ।