শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ভার্মন্ট অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। দেশটিতে ইতোমধ্যে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। কিন্তু অনেকের কৌতুহল প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কোথায় ভোট দিচ্ছেন বা দেবেন ?
ইউএসএ টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নিজের রাজ্য ফ্লোরিডা পাম বিচে ভোট দেবেন।
তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। আরও একবার হোয়াইট হাউসের দখল নিতে গত প্রায় দুই বছর ধরে প্রচারণা চালাচ্ছেন তিনি।
স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) রাত ২টায় মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র্যাপিডস এলাকায় নির্বাচনী প্রচারণা শেষ করেন ট্রাম্প। ব্যস্ত প্রচারণা শেষে মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ফ্লোরিডার পাম বিচে পৌঁছেছেন তিনি।
এসএ