মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

‘ফ্রেমস অব ফ্রিডম – বিইউএফটি’ জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সমাপ্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিইউএফটি ফটোগ্রাফি ক্লাব আয়োজনে ৩ দিনব্যাপী জায়ান্ট গ্রুপ প্রেজেন্টস ‘ফ্রেমস অব ফ্রিডম – বিইউএফটি’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই প্রদর্শনীতে সারা বাংলাদেশ থেকে প্রায় ৩০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পেশার আলোকচিত্রী অংশগ্রহণ করেন। এবার প্রদর্শনীর জন্য মোট ৭,৬৬১টি আলোকচিত্র জমা পড়ে, যার মধ্য থেকে কঠোর বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১৩০টি ছবি চূড়ান্তভাবে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়।

প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ১৮ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ান্ট গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, বিজিএমইএ সাবেক প্রেসিডেন্ট এবং বিইউএফটি ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান জনাব ফারুক হাসান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি প্রেসিডেন্ট জনাব ইউসুফ তুষার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিইউএফটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

উদ্বোধনী পর্ব শেষে প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। প্রদর্শনীটি ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থী, পেশাদার আলোকচিত্রী, শিল্পপ্রেমী ও দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া লাভ করে।

প্রদর্শিত আলোকচিত্রগুলো ভিজ্যুয়াল স্টোরিটেলিং, সৃজনশীল স্বাধীনতা এবং সমসাময়িক আলোকচিত্র শিল্পের উৎকর্ষকে শক্তিশালীভাবে উপস্থাপন করে।

প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার (১২ জানুয়ারি)। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিইউএফটি ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান জনাব ফারুক হাসান, বিইউএফটি উপদেষ্টা প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিইউএফটি ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, জায়ান্ট গ্রুপ ডিরেক্টর মিসেস শারমিন হাসান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক জনাব রেজাউদ্দিন স্টালিন, এবং পুসাব প্রেসিডেন্ট জনাব আবদুল্লাহ আল মাহফুজ জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পুরস্কার বিতরণী পর্বে বেস্ট ফটোগ্রাফ, জুরি অ্যাওয়ার্ড ও স্পেশাল মেনশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রদর্শনীটি Co-powered by Fashion Step Group এবং পার্টনার হিসেবে পুসাব (PUSAB), দেশ টিভি, দ্য ডেইলি স্টার, নোমানস (Noman’s), এস অ্যান্ড এক্সরিস (S & Xris) এবং আর্ট অব কলোনি (Art of Colony)–এর সহযোগিতায় আয়োজিত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More