রাজধানীর শাহজাহানপুর থানাধীন শান্তিবাগে নাদিয়া খাতুন নামের ৯ বছর বয়সী এক গৃহকর্মীকে হত্যার পর ফ্রিজিং গাড়িতে রাখার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাদিয়ার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম।
এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মৌর বিরুদ্ধে বাসার গৃহকর্মীকে হত্যার অভিযোগ এনে শাহজাহানপুর থানা ঘেরাও করে এলাকাবাসী। পরে পুলিশ মগবাজারে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে নাদিয়ার মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত মৌ নারী সাংবাদিক পরিচয়ে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করতেন। এর আগেও তার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ছিল। বাড়িওয়ালার সঙ্গে কথা বলে জানা যায়, সাপ্তাহিক দৈনিকের সাংবাদিক পরিচয়ে থাকতেন মৌ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নাদিয়া ও নাজমা (১৪) নামে দুই বোন মৌর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) নাদিয়ার মৃত্যু হয়। পরে তার মরদেহ লাশবাহী ফ্রিজে রাখা হয়। কিন্তু মেয়েটির পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়নি।
এডিসি মো. আখতারুল ইসলাম আরও জানান, গৃহকর্ত্রী ফাহাদ বাঁধন মৌকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাদিয়ার বোন নাজমার কাছ থেকে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মৌকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমি/দীপ্ত