ফ্রান্স সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে ওরলি বিমানবন্দরে পৌঁছান।
শুক্রবার (১৪ জুলাই) ফ্রান্সের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোদি। পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মোদির সফরেই ভারত ও ফ্রান্সের মধ্যে রাফাল যুদ্ধবিমান ছাড়া আরও বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
এরপর ফ্রান্সের ভারতীয় কমিউনিটির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। এসময় দেশটিতে সফলভাবে ইউনিফাইড পেমেন্ট সিস্টেম (ইউপিআই) চালু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যার মাধ্যমে প্যারিসে ভারতীয় পর্যটকরা রুপিতে অর্থ প্রদান করতে পারবেন।
শুক্রবার ফ্রান্সের ঐতিহ্যবাহী বাস্তিল ডে সামরিক প্যারেডে এ বছরের অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শায়লা/ দীপ্ত নিউজ