ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হয়ে রাজনীতিতে সক্রিয় হচ্ছে—এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা গণতন্ত্র ধ্বংস করে আবার ক্ষমতায় ফেরার চক্রান্ত করছে।‘ এ পরিস্থিতিতে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, “যতদিন যাচ্ছে, পরিস্থিতি আরও জটিল হচ্ছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা আবার সংগঠিত হচ্ছে। ছিনতাই, মবক্রেসি এখন ভয়াবহ রূপ নিয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।”
তিনি বলেন, “রাজনৈতিক সংকটের সমাধানে বিএনপিই সংস্কার প্রস্তাব দিয়েছে। তাই বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। এখন এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “সুযোগ আমাদের সামনে এসেছে। এটিকে হাতছাড়া করলে দেশ অনেক বছর পিছিয়ে যাবে। আমরা বিপ্লব করে ক্ষমতায় যেতে চাই না, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। ’৭১ ও স্বাধীনতার প্রশ্নে বিএনপির কোনো ছাড় নেই।”
তিনি বলেন, “সব দলের কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় ঐকমত্য দরকার। যেন কেউ আর ফ্যাসিবাদের কাছে দেশকে তুলে না দেয়।”