ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত কুঁড়েঘর গানের দলের তাশরিফ খান। মঙ্গলবার (৭ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। লাইভটিতে তার মুখের বাঁ–পাশ বেঁকে যাওয়া স্পষ্ট বোঝা যায়।
লাইভে তাসরিফ বলেন, এ রোগে আক্রান্ত হয়ে মুখের বাঁ–পাশ বেঁকে গেছে তার। পাশাপাশি বাঁ–চোখটাও জ্বালাপোড়া করছে। পাঁচ দিন আগে রাতে কুলকুচি করতে গিয়ে এই সমস্যাটা অনুধাবন করতে পারেন। সোমবার থেকে রোগটির জন্য ফিজিওথেরাপি নেওয়া শুরু করেছি। সঙ্গে ওষুধ খাচ্ছি। আমি চাচ্ছি যে, রোগটার পুরোপুরি ট্রিটমেন্ট নিতে।’
সংবাদমাধ্যমকে জানান, “ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত এক মাস চিকিৎসার পর বলা যাবে। ডাক্তার জানিয়েছেন এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে।“
অসুস্থতায় গানবাজনায় বিরতি হলেও একেবারে বসে থাকার উপায় নেই তাসরিফের। কারণ, গান–বাজনার বাইরে মানবিক কাজও করেন তাসরিফ। জানালেন, ভোলার এক ক্যানসার রোগীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের কথা দিয়েছিলেন। সেই কাজে শিগগিরই ভোলায় যেতে হবে তাকে। তাশরিফ বলেন , ওই মানুষটা তো আমার চেয়েও অসুস্থ। তাই যেহেতু কথা দিয়েছি, তার চিকিৎসার জন্য অর্থ জোগাড়ের কাজটা করব।
ভক্তদের উদ্দেশে তাসরিফ বলেন, ‘আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। আল্লাহ চাইলে এই রোগটি থেকে এক মাসে সুস্থ হয়ে উঠব। সবাই আমার জন্য দোয়া করবেন।’
গত বছর সিলেট–সুনামগঞ্জ অঞ্চলে বন্যায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে ব্যাপক আলোচিত হয়েছিলেন তিনি।
অনু/দীপ্ত সংবাদ