বিজ্ঞাপন
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

ফেসবুক-ইনস্টাগ্রাম-থ্রেডে থাকছে না আর ফ্যাক্ট চেকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বড় ধরনের নীতিগত পরিবর্তন আসছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি মেটার প্লাটফর্মগুলোতে কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডে আর থাকছে না ফ্যাক্ট চেকার। সামাজিক মাধ্যমগুলোর মাদার কোম্পানি মেটাএ ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) এক ভিডিও পোস্টের মাধ্যমে মার্ক জাকারবার্গ জানান, এখন থেকে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাপারেই বেশি গুরুত্ব দেবেন। ফ্যাক্ট চেকারদের সরিয়ে সেখানে কমিউনিটি নোটনিয়ে আসবেন। নীতিগুলোকে আরও সরলীকরণ করবেন এবং ভুলভ্রান্তি কমিয়ে আনার ব্যাপারে নজর দেবেন।

মেটার প্রধান নির্বাহী আরও জানান, নীতিগত এই পরিবর্তনের ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডে এখন থেকে আরও বেশি রাজনৈতিক কনটেন্ট দেখা যাবে। অর্থাৎ এখন থেকে রাজনৈতিক কনটেন্ট বেশি বেশি সুপারিশ করবে মেটা।

ভিডিও পোস্টের শিরোনামে তিনি লিখেছেন,’মুক্ত মতপ্রকাশের ব্যাপারে এখন আমাদের শিকড়ে ফেরার সময়। আমরা ফ্যাক্টচেকারদের পরিবর্তে এখন কমিউনিটি নোট ব্যবহার করব। আমাদের নীতিগুলোকে আরও সরলীকরণ করছি এবং ভুল কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছি।

জাকারবার্গ ফ্যাক্টচেকারদের আচরণ নিয়েও প্রশ্ন তুলে ভিডিও পোস্টে অভিযোগ করেন, মেটার ফ্যাক্টচেকাররা রাজনৈতিকভাবে অনেক বেশি পক্ষপাতদুষ্ট থেকেছে। তারা আস্থা তৈরির বদলে অনেক বেশি নষ্ট করেছে। জাকারবার্গ বলেন, মেটার কেনটেন্ট সম্পাদনাকারী কর্মীদের ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেয়া হবে। সেখানে মেটার পক্ষপাত নিয়ে উদ্বেগ কিছুটা কম।

উল্লেখ্য, ২০১৬ সালে মেটা প্রথম ফ্যাক্ট চেকার পোগ্রাম চালু করে। ওই সময় অভিযোগ ওঠে বিদেশিরা তাদের প্লাটফর্ম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং মার্কিনিদের মধ্যে অনৈক্য তৈরি করছে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনে নেন। এরপর এটির নাম দেন এক্স। তিনি টুইটার কিনে নিয়েই এটি থেকে ফ্যাক্ট চেকার দলকে বাদ দেন।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে মেটা ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটিরও বেশি।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More