বিশাল জয় দিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে স্পেনের অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল বেটিসকে ৫–১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছেছে কাতালানরা।
হ্যান্সি ফ্লিকের শিষ্যরা শুরু থেকেই দাপটের সাথে খেলেছে এবং রিয়াল বেটিসের প্রতিরোধ ভেঙে তাদের বড় জয় নিশ্চিত করে। প্রথমার্ধে স্বাগতিক বার্সেলোনা দুটি গোলের ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর রাফিনিয়া, ফেররান তোরেস এবং ১৬ বছরের তরুণ তারকা লামিনে ইয়ামাল গোল করে দলের জয়কে আরও বড় করে তোলে। শেষ দিকে বেটিসের হয়ে একমাত্র গোলটি করেন, বার্সা থেকে ধারে খেলা ভিতো হক পেনাল্টি থেকে।
এটি বার্সেলোনার পরপর দুই ম্যাচে পাঁচ গোল করা দ্বিতীয় ঘটনাও। এর আগে গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫–২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছিল তারা।
এই জয়ের মাধ্যমে কোপা দেল রেতে পরবর্তী পর্বে ওঠার পাশাপাশি বার্সেলোনার সামনের প্রতিপক্ষের জন্যও সতর্ক বার্তা পাঠিয়েছে কাতালানরা।