কাজের সময়টুকু ছাড়া সব সময় একসঙ্গেই দেখা যায় যুগলকে। এ বার নিজেদের সম্পর্কে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত হৃতিক-সাবা।
প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই অভিনেতা। তবে শেষেমেশ হৃতিকের মন বসন্তের পরশ নিয়ে এল সাবা।

হৃতিক রোশন ও সাবা আজাদ
টুইটারে আলাপ সেখান থেকে কথাবার্তা। বাইরে দেখাসাক্ষাৎ যদিও এই পর্ব খুব বেশি দিন কাটতে না কাটতেই সাবার সঙ্গে প্রেমের সম্পর্কে কবুল করেন অভিনতা। হৃতিকের জুহু নতুন ফ্ল্যাটে একত্রবাস করেন দু’জনে।
যে জল্পনাটা বার বার ফিরে এসেছে তা হল কবে বিয়ে করছেন হৃতিক-সাবা? সেই জল্পনার অবসান। শোনা যাচ্ছে, ২০২৩ সালের শীতকালে নভেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।