আয়কর ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বুধবার (০১ মার্চ) সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধর্মঘট পালন করেছে শ্রীলঙ্কার প্রায় ৪০টি শ্রমিক ইউনিয়ন এবং সরকারি হাসপাতালের কর্মী ও ব্যাংকের চাকরিজীবীরা।
দেশ দেউলিয়া হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় অনেক কিছু্ই এখন আর হাতের নাগালে নেই। তার উপর প্রতিনিয়ত বাড়ছে জীবনযাত্রার ব্যয়। যার প্রতিবাদে এ ধর্মঘট করেছেন নানান পেশার কর্মীরা। ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যায় হাসপাতাল, ব্যাংক ও বন্দরের কার্যক্রম।
একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা তখন পুলিশের সামনে জাতীয় পতাকা তুলে ধরেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে শ্রীলঙ্কা সরকার ২৯০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পেতে গত বছর সেপ্টেম্বর মাস থেকে চেষ্টা করছে। কিন্তু এজন্য দেশটিকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
যে শর্ত পূরণের লক্ষ্যে শ্রীলঙ্কা সরকার এ বছর আয়কর ৩৬ শতাংশের বেশি বাড়িয়েছে। বিদ্যুতের শুল্কও দুইতৃতীয়াংশ বাড়ানো হয়েছে।
আল/দীপ্ত