মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

ফেনীর-১ আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়ায় বিএনপির আনন্দ মিছিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। ফেনী১ আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে ফেনীর ছাগলনাইয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি কলেজ রোড থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেনঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহ্বায়ক ইউছুফ মজুমদারসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলের আগে সমাবেশে নেতারা বলেন, আগামী নির্বাচনে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে কাজ করবেন নেতাকর্মীরা। খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করবেন। সবচেয়ে বেশি ভোট যাতে ফেনী১ আসনে পান; সে লক্ষ্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

ফেনী১ আসনে খালেদা জিয়া দলের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, দেশের সবচেয়ে নির্যাতিত নারী বেগম খালেদা জিয়া। ফেনীতে তার মনোনয়নে উজ্জীবিত হয়েছে নেতাকর্মীরা। ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করতে আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More