ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে জেলার সর্ববৃহৎ পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ফাউন্ডেশন ফেনীর উপ পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ।
শুক্রবার বিকেল ৩টার দিকে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ঈদগাহের যাবতীয় প্রস্তুতি পরিদর্শন করেন।
ইতোমধ্যে বিশাল আয়তনের ওই মাঠে শামিয়ানা ও ত্রিপল টাঙ্গানোসহ ঈদের জামাতের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মিজান ময়দানে ঈদের নামাজে ইমামতি করবেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।
পরে তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরের নামাজ স্বস্তির সাথে আদায় করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বড় কোন ঝড় না হলে এ মাঠে যথা সময়ে জেলার বিশিষ্টজনের নামাজ আদায় করতে পারবেন।
ইসলামী ফাউন্ডেশন জানায়, ফেনীর বড় জামে মসজিদে মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে সকাল পৌনে ৮টায়, ফেনী জহিরিয়া জামে মসজিদে মাওলানা মুফতি ইলিয়াসের ইমামতিতে সকাল সাড়ে ৮টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে মোহাম্মদ আবদুল্লাহর ইমামতিতে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউজ জামে মসজিদ, ফেনী সদর উপজেলা পরিষদ জামে মসজিদ, সকাল ৮.১৫ মিনিটে ঈদ জামাত হবে ফেনীর শান্তি কোম্পানী জামে মসজিদ, রেল স্টেশন জামে মসজিদ, সাড়ে ৮টায় ঈদ জামাত হবে মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদ, বদরুন্নেছা জামে মসজিদ, জিএ একাডেমী হাইস্কুল মাঠ, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, লমি হাজারী বাড়ি জামে মসজিদ, হাজারী পাড়া জামে মসজিদ, ৭.৩০ মিনিটে জামাত হবে বিদ্যুৎ উন্নয়ন বোড জামে মসজিদ, ফেনী কারাগারের ভেতরে।
এমি/দীপ্ত