সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ফেনীতে বৈকালিক চেম্বার’ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এ বিষয়ের প্রচার-প্রচারণা না থাকায় জানে না রোগীরা, ফলে হাসপাতালে থাকা তিন রোগী সেবা নিয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এ হাসপাতালের একটি কক্ষে সেবাটি চালু করা হয়েছে। ২ জন চিকিৎসক ১ম দিন তিনজন রোগীকে সেবা দিয়েছেন। রোগীরা হলেন- মনোয়ারা বেগম (৫০), আবু ইউসুফ (৬০), দেলোয়ার হোসেন (৪৫)। এছাড়া জেলার ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এ সেবা চালু হয়েছে। প্রাথমিকভাবে দুটি হাসপাতালেই এ সেবা দেয়া হচ্ছে।
জানতে চাইলে সেবা নিতে আসা রোগী মনোয়ারা বেগম বলেন, হাসপাতালে এসে শুনেছি বিকেলেও রোগী দেখবে ডাক্তাররা। তাই এখানে ডাক্তার দেখাতে এসেছি। সকালে ফ্রি দেখানোর সুযোগ পায়নি, এখন ৩০০ টাকা ভিজিট দিয়ে হাড় ভাঙ্গার বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি।
রোগী আবু ইউসুফ বলেন, এর ফলে আমরা অল্প টাকায় বড় ডাক্তারদের দেখানোর সুযোগ হয়েছে। আগে বহি: বিভাগে মেডিকেল অফিসার দেখেই রোগীকে ছেড়ে দিত। এখন বিকেল বেলা আর হাসপাতাল ডাক্তার শূন্য থাকবে না। এখন ৩০০ টাকা দিয়ে হলেও বিশেষজ্ঞ চিকিৎসকে দেখানো সম্ভব হবে।
হাসপাতালের জরুরী বিভাগে আসা রোগী আব্দুল করিমের কাছে বৈকালিক চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের চিকিৎসা সেবার কথা আগে শুনেন নি। সংবাদ কর্মীদের কাছে শুনে তিনি আশঙ্কা করে বলেন, প্রাইভেট চেম্বারে ডাক্তাররা ৭০০ টাকা ভিজিট নেন, এখানে মাত্র ৩০০ টাকা ভিজিটে কতটুকু তারা এখানে উপস্থিত থাকবেন, আর রোগী দেখবেন সেটাই দেখার বিষয়?
অর্থোপেডিক্স সার্জন ডা. ফয়জুল কবির বলেন, এটা একটা শুভ উদ্যোগ। এর ফলে ডাক্তার ও রোগী উভয়ে উপকৃত হবে। যেসব ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করেন না তাদের জন্য এটি অত্যন্ত সুখকর। বিকেল বেলায় কম খরচে এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানো যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জামাল উদ্দিন, অর্থোপেডিক্স সার্জন ডা. ফয়জুল কবির সহ মেডিকেল অফিসার ও নার্সবৃন্দ।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, প্রাথমিক ভাবে আমরা একটি কক্ষে এ সেবা চালু করেছি। রোগীদের চাহিদার আলোকে ক্রমান্বয়ে পরিধি বাড়ানো হবে। প্রয়োজন অনুযায়ী আরো বেশী বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থাকে চিকিৎসা সেবা দিবেন।
আল/দীপ্ত