ফেনীর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে গাড়ি থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ফেনীর র্যাব–৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারী বাসে করে বিক্রয়ের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামের দিকে মাদক নিয়ে আসছে। র্যাবের একটি টিম ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় থেকে মাদক কারবারীদের গ্রেপ্তার করেন।
আটকরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিমরাইল গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে মো. জাকির হোসেন (৪৫), কিশোরগঞ্জের নিকলী থানার কুমারচারা গ্রামের মো. ফরিদের ছেলে মো. হৃদয় (৩০)।
জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে নামমূল্যে মাদক কিনে পরবর্তীতে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক কারবারী ও সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
ফেনীর র্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, আটক করা ব্যক্তি ও জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ইএ\ মামুন