ফেনীতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ছনুয়া ইউনিয়ন পরিষদ গেইট ও সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে ।
নিহতরা হলেন– নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মৃত আবু ইউছুপের ছেলে আহমেদ শরীফ (৩৮) ও ফেনী পৌর এলাকার পশ্চিম রামপুরের মো. মোস্তফার ছেলে মো. ইব্রাহিম (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া ইউনিয়ন পরিষদ গেইট এলাকায় চট্টগ্রামমুখী লেনে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আহমেদ শরীফ (৩৮) গুরুতর আহত হয়৷ পরে ফাজিলপুর হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, শুক্রবার ভোর রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশের ঝোপে একটি সিএনজি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। জানা যায়, সিএনজি চালক ইব্রাহিম লালপুল এলাকা থেকে সিএনজিতে গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার সিএনজি অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়।
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।‘