ফেনীতে লক্ষ্যমাত্রার তুলনায় ১ হাজার ৯২৭ মেট্রিক টন মাছ অতিরিক্ত উৎপাদন হয়েছে। ২০২৩–২০২৪ অর্থবছরে জেলায় ৩৬ হাজার ৬৭৩ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৩৮ হাজার ৬০০ মেট্রিক টন।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য জানান।
২০২২–২০২৩ অর্থবছরে জেলায় ৩৬ হাজার ৪৪৫ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৩৮ হাজার ৫০০ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৫৫ মেট্রিক টন মাছ অতিরিক্ত উৎপাদন হয়েছিল।
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৪ উপলক্ষে আয়োজিত জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হবে।
বুধবার (৩১ জুলাই) সকালে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশ ও র্যালির মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
এছাড়াও পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষীদের সঙ্গে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ, মৎস্য বিভাগে সরকারের সাফল্যের প্রচার, সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ শেষে আগামী ৫ আগস্ট সোমবার সকালে জেলা মৎস্য দপ্তরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম সপ্তাহের কর্মসূচি শেষ হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন– ফেনী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, ফেনী পৌরসভার কাউন্সিলর খালেদ খান।
আবদুল্লাহ আল–মামুন/এজে/দীপ্ত সংবাদ