ফেনীতে লক্ষ্যমাত্রার তুলনায় অন্তত ৫২৬ মেট্রিক টন মাছ অতিরিক্ত উৎপাদন হয়েছে। ২০২২–২০২৩ অর্থবছরে জেলায় ৩৪ হাজার ৬২৮ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৩৩ হাজার ৯শ ১ মেট্রিক টন।
সোমবার (২৪ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন এ তথ্য জানান।
জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৩ উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরও জানান, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ এলাকায় সমাবেশ ও র্যালীর মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
এছাড়াও পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ, মৎস্য বিভাগে সরকারের সাফল্যের প্রচার, সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ শেষে আগামী রবিবার সকালে জেলা মৎস্য দপ্তরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম সপ্তাহের কর্মসূচি শেষ হবে।
আফ/দীপ্ত নিউজ