মানবদরদী ও জনগণের বন্ধু তিনি। আবারো মানবতার কাজে সাড়া দিলেন বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপন। একদিনে তিনি তিনটি মানবতার কাজ করে তৃপ্ত হয়েছেন।
প্রথমেই তিনি কমিউনিটি ক্লিনিকে অধিকতর সেবা নিশ্চিতকরণে দিলেন চিকিৎসা সামগ্রী, দ্বিতীয়ত ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় এর জয়িতা কর্নার উদ্বোধন, তৃতীয়ত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়নের বাসিন্দাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেষে করলেন ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা। আর এই অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অভিষেক দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাবুল ইসলাম। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ শিবপুর আশ্রয়ন প্রকল্পের ৬৮ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে– চাল, আলু, পেঁয়াজ, তেল, ট্যাং, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর।
কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতির মধ্যে রয়েছে– স্কাবিস এর জন্য এলিমেন্ট প্লাস লোশন, এলার্জির ওষুধ, অমিপ্রাজল, ডায়াবেটিস ওষুধ, প্রেসার মাপার মেশিন চারটি। ডায়াবেটিস মাপার মেশিন চারটি, ফাস্ট এইড বক্স চারটি, শিশুদের ওজন মাপার মেশিন চারটি ও হাইটস্কেল চারটি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন গৃহহীনদের ঘর উপহার। এর মাধ্যমে দেশে আর কোন গৃহহীন নেই। এখন ঘর হয়েছে তবে সমাজের জন্য কাজ করতে হবে। বাল্যবিবাহ বন্ধ রাখতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে যাতে তারে সু শিক্ষায় শিক্ষিত হয়। তিনি আরো বলেন, সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাদকসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে হবে।
ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, আমরা ভালো থাকবো আর সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্ট করবে তা হয় না। তাই কমিউনিটি ক্লিনিকে অধিকতর সেবা নিশ্চিতকরণে চিকিৎসা সামগ্রী, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য জয়িতা কর্নার উদ্বোধন ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়নের বাসিন্দাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার মাধ্যমে প্রশান্তি পেয়েছি।
মামুন / আল / দীপ্ত সংবাদ