ফেনীর ফুলগাজীতে পলিথিন মজুদ ও শব্দদূষণ নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফুলগাজী উপজেলার মুন্সীরহাট বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মুন্সীরহাট বাজারের ৪ ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় প্রায় ১৮ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের কারণে দুটি যাত্রীবাহী বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে যানবাহনে ব্যবহৃত হাইড্রলিক হর্ণ অভিযানে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার বলেন, “পরিবেশ সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব। ক্ষতিকর পলিথিন ও শব্দদূষণ মানুষের স্বাস্থ্য ও প্রকৃতির জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আল–মামুন/অভি