ফেনীতে ভোজ্যতেল, খেঁজুরসহ নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী বড় বাজারে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
সহকারী পরিচালক জানায়, অতিরিক্ত মূূল্যে সয়াবিন তেল ও ছোলা বিক্রি, আমদানিকৃত পণ্যে ইচ্ছে মতো মূূল্যের ট্যাগ লাগানো এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪০ ধারায় মেসার্স ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা, সানওয়ে সুপারসপকে ৫ হাজার টাকা, মেসার্স সোহেল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে জেলা বিশেষ টাস্কফোস টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানে উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
মো. আছাদুল ইসলাম বলেন, ভোজ্যতেলের ডিলার পয়েন্ট, পাইকারি ও খুচরা দোকানগুলোতে মনিটরিং করা হয়। তেলের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও সাপ্লাই চেইন ঠিক আছে কিনা তদারকি করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মামুন/ইএ