ঢাকা–চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডে সুগন্ধা পরিবহনের একটি বাসে ও লালপোলে মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় রাতে ডায়মন্ড ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দিয়েছেন।
রবিবার ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টা ও দেড়টার দিকে পৃথক এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মহিপাল মহাসড়ক লাগোয়া বাস টার্মিনালের সামনে দাঁড়ানো ছিলো বাসটি। হঠাৎ করে দূর্বৃত্তরা এসে বাসে আগুন দিয়ে চলে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে এলেও ততক্ষনে গাড়ির ভেতরে থাকা সিটসহ অবকাঠামোসহ অধিকাংশ পুড়ে যায়।
বাসের মালিক ফেনী জেলা বাস মালিক সমিতির লাইন সেক্রেটারী ইলিয়াছ মিন্টু জানান, হরতাল–অবরোধে বাস চলাচল বন্ধ রাখা হয়। চালক–হেলপাররা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের পাশে বাসটি পার্কিং করে রাখে। রাতে কে বা কারা বাসে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ীটি সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগে ততক্ষনে বাসটি পুড়ে যায়।
বাসটির লাইন ম্যান আমির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমরা ছুটে আসি। কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। মুহুর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। তবে কারা আগুন দিয়েছে কিছুই বলতে পারেননি তিনি।
বাসটির চালক দাউদ বলেন, হরতালের কারণে সারাদিন বাস চালানো হয়নি। বাস টার্মিনালেই দাঁড়িয়ে ছিলো। গাড়ির বিভিন্ন মেরামত কাজ করানো হয়েছে। দাঁড়ানো গাড়িতেই অগ্নিসংযোগ করে পালিয়েছে দূর্বৃত্তরা।
এদিকে, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে গভীর রাতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে গাড়ী পুড়ে ১৫ লাখ টাকা ও ৮৫ লাখ টাকার মালামাল সহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় রাতে ডায়মন্ড ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দিয়েছেন।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রোববার রাত দেড়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ডায়মন্ড ট্রান্সপোর্টের মালিক মোহাম্মদ আজিজুল হক জানান, শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের সদরঘাট থানার মাঝিরঘাট রোডের পূর্ব মাদারবাড়ি এলাকার অফিস থেকে ডায়মন্ড ট্রান্সপোর্ট এজেন্সি নামের কাভার্ডভ্যানটি (চট্ট মেট্টো–ট–১১–৫৫১১) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রাত দেড়টার দিকে লালপোলের অদূরে পৌঁছলে ১০–১৫ দুস্কৃতিকারী মহাসড়কে অবস্থান নিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। চালক রেজাউল হক রাজু গাড়ীর গতি কমালে দুস্কৃতিকারীরা পেট্টোল বোমা নিক্ষেপ করে ভাংচুর চালায়। এসময় রাজু ও হেলপার সেলিম প্রাণভয়ে দৌড়ে পালিয়ে যায়।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ