ফেনীর সোনাগাজী উপজেলার ডাক বাংলা এলাকায় বাসের ধাক্কায় ছিটকে পড়ে মোটর সাইকেল আরোহী মাদরাসা শিক্ষক নিহত হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) সন্ধ্যায় বাসের ধাক্কায় ছিটকে পড়ে মোটর সাইকেল আরোহী মাদরাসা শিক্ষক আবদুল কাইয়ুম (৩৫) নিহত হয়েছেন।
নিহত মাদরাসা শিক্ষক, উপজেলার চর দরবেশ ইউনিয়নের জমাদার বাজার এলাকার হোসেন আহমদের ছেলে ও ফেনী শহরের একটি কওমী মাদরাসায় শিক্ষক।
পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটর সাইকেলযোগে বাড়ি থেকে মাদরাসায় ফিরছিলেন আবদুল কাইয়ুম। পথিমধ্যে ডাক বাংলা এলাকায় সোনাগাজীগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে তার বাবা হোসেন আহমদ ও চাচা আবদুল জলিল সহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
সোনাগাজী মডেল থানার এসআই মো. মাহবুব আলম সরকার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মোটর সাইকেলটি থানায় নিয়ে যান। মাথা থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছে। তাদের ধারণা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরনে কাইয়ুম মারা যান। ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ