গরমের তীব্রতার সঙ্গে ক্লান্ত হয়ে পড়ছেন রোজাদার সহ সব শ্রেণির মানুষ। এই গরমে তৃষ্ণা মেটাতে বরফ ও বরফ মিশ্রিত শরবতের চাহিদা কয়েকগুন বেড়েছে। ফেনী শহরের বিভিন্ন মার্কেট ও বিপনীবিতানের সামনে গত কয়েকদিন ধরে আসরের নামাজের পর থেকে এ শরবত কিনতে মানুষের ভীড় দেখা গেছে।
শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে, গত কয়েকদিন ধরে চলমান মৃদু তাপপ্রবাহে জীবন–জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষ প্রখর সূর্যতাপে ও ভ্যাপসা গরমে ঘেমে অস্থির হচ্ছেন। গরমে তেষ্টা মেটাতে অসংখ্য মানুষকে ডাব, শসা, গাজর ও বরফ মেশানো শরবতের দোকানে ভিড় জমাতে দেখা যায়। ট্রাংক রোডের রাজাঝির দীঘির পাড় ও জহিরিয়া মসজিদের পাশে ফুটপাতে লাইন ধরে বিভিন্ন বয়সী মানুষ তৃষ্ণা নিবারণের জন্য বরফ মিশ্রিত শরবত খাচ্ছেন। প্রতিগ্লাস লেবু শরবত ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া অনেকে চিনি ছাড়া কেউ আবার লবণ ছাড়া শরবত খেয়ে থাকেন।
সাহাব উদ্দিন রিফাত নামে এক যুবক জানান, প্রচন্ড গরম ও রোজায় পানি শূন্যতার ভয় থাকে। সেজন্যই শরবত খাচ্ছি। কিন্তু চাহিদা বেশি থাকার কারণে শরবত খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এক লেবু মিশ্রিত গ্লাস ঠান্ডা শরবত খাওয়ার জন্য দোকানটিতে ভিড় করছে মানুষ।
আরিফ নামে এক বিক্রেতা জানান, গরমের সময় ইফতারের পর থেকে শুরু করে রাত পর্যন্ত ব্যবসা করি। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এসে ভিড় করে এক গ্লাস শরবত খাওয়ার জন্য। অনেক সময় এতোটা চাপ পড়ে যায় অনেকে শরবত না পেয়ে চলে যান।
আফ/দীপ্ত সংবাদ