সরকারিভাবে দাম বেধে দেওয়ার পরও ফেনীর সোনাগাজীতে ডিমের বাজারে অস্থিরতা বিরাজ করছে। গত দুই মাস ধরে খুচরা ও পাইকারি পর্যায়ে হাঁসের ডিমের দাম হালিতে ১৬ থেকে ২০ টাকা ও মুরগির ডিমের দাম ১০ থেকে ১২ টাকা বেড়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ও বুধবার বিকেলে সোনাগাজী পৌর বাজার, ওলামা বাজার, বক্তারমুন্সি বাজার, কাজীরহাট ও সোনাপুর বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে পাইকারি পর্যায়ে মুরগির ডিম প্রতি হালি ৪৮ টাকা এবং খুচরা পর্যায়ে ৫০ টাকায় বিক্রি হয়েছে। এখন সেই ডিম পাইকারি পর্যায়ে প্রতি হালি ৫২ ও খুচরা পর্যায়ে ৫৪ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ৫৬ টাকা হালির হাঁসের ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
অন্যদিকে শহরের মুদি দোকানগুলোতে লেয়ার মুরগির ডিম প্রতি হালি ৫৪–৫৫ টাকা, সাদা ডিম ৫২ টাকা এবং হাঁসের ডিম ৭০–৭২ টাকায় বিক্রি হচ্ছে।
ডিম কিনতে আসা রিকশা চালক আকবর হোসেন বলেন, সোমবার প্রতি হালি ডিম কিনেছেন ৪৮ টাকায়। এক দুদিনের ব্যবধানে আজ একই দোকানে সেই ডিম কিনতে গেলে ৫২ টাকা হালি চাচ্ছে।
আনিছুর রহমান নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, গত সপ্তাহে তিনি এক হালি হাঁসের ডিম কিনেছেন ৬৫ টাকায়। আজ দোকানে গিয়ে দেখেন, সেই ডিম এক লাফে ৭০ টাকা।
ফেনী পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেছেন, বড় কোম্পানিগুলোর কাছে ফেনীর স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা জিম্মি। ফেনীতে ২ হাজার ডিম উৎপাদনকারী খামার থাকলেও ব্যবসায় লোকসানের ফলে অনেকে ব্যবসা বন্ধ করে দিয়েছে।
এসএ/দীপ্ত নিউজ